১৪ অক্টোবর ২০২৫

প্রশাসনকে ফাঁকি দিয়ে ব্যবসা চালোনো যাবে না : ইউএনও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রশাসনকে ফাঁকি দিয়ে ব্যবসা চালোনো যাবে না : ইউএনও

চট্টগ্রাম থেকে সংবাদদাতা : চট্টগ্রামের চকরিয়া উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের কর্মকর্তাদের সাথে দোকান মালিক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভায় ব্যবসায়ীরা কয়েকটি দাবি উপস্থাপন করে গত দুই মাসের দোকান ভাড়া মওকুফ চেয়ে দোকান বন্ধ রাখার ঘোষণা দেন। কিন্তু তারপরও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে প্রতিদিন ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত দোকান খুলে হরদম ব্যবসা চালিয়ে যাওয়ায় অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রিট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা থেকে ৯টা পর্যন্ত চকরিয়া পৌরশহরের বিভিন্ন বিপনী বিতান, স্বর্ণের দোকান, শাড়ির দোকান, রড-সিমেন্টের দোকানসহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এতে ১৭টি মামলায় ১ লাখ ৩৮ হাজার ৫’শ টাকা জরিমানা এবং ১ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চকরিয়ায় শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন ধরনের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীরা। এমনকি দোকান কর্মচারীদের চকরিয়া পৌর মেয়র ঈদ উপলক্ষে উপহার সামগ্রী দেয়ারও আশ্বাস দেন। সিদ্ধান্তে শুধুমাত্র মুদির দোকান ও ওষুধের দোকান ছাড়া অন্যসব দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু তারপরও কিছু কিছু ব্যবসায়ী এসব সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে এবং প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে প্রতিদিন ভোর রাতেই ব্যবসা চালিয়ে আসছেন। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বিভিন্ন দোকানদারকে অর্থদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, আমাদের কাছে সব ধরনের খবর থাকে। কে কি করছে সব খবর। ব্যবসায়ীরা মনে করেছিলো প্রশাসনকে ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে যাবে। কিন্ত সেটা আমরা হতে দেবো না। কোন অবস্থাতেই দোকান খোলা চলবে না। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে আরো কঠোর হবে প্রশাসন। এখন জরিমানা করা হলেও পরে জেল দেওয়া হবে।

তিনি আরো বলেন, চকরিয়া বর্তমানে করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। করোনার সংক্রমন রোধ করতে গিয়ে আমার এসিল্যান্ড করোনায় আক্রান্ত হয়েছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী লোভের পড়ে ব্যবসা করছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন