১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর নাখালপাড়ায় একটি বাসা থেকে দু'টি লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাজধানীর নাখালপাড়ায় একটি বাসা থেকে দু'টি লাশ উদ্ধার

সরকার রাজীব : রাজধানীর তেজগাঁও থানাধীন নাখালপাড়ার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) খবর পেয়ে সকাল ১০টার সময় পশ্চিম নাখালপাড়ার ৮৫নংসালেহা গার্ডেন বাসার নিচ তলার আশা উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থেকে লাশ দু’টি উদ্ধার করে তেজগাঁও থানা পুলিশ।

নিহতরা হলেন-আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩০)। আসমত আলীর বাড়ি নরসিংদীতে। তারা আশা এনজিওর পাশেই এক বাসায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলের নাম রিফাত তিনি মোটর মেকানিক।

স্বামী আসমত আলী মাছের ব্যবসা করেন আর স্ত্রী ফারজানা আশা এনজিও অফিসে বুয়ার কাজ করতেন।

নিহত দম্পতির বড় সন্তান রিফাত জানায়, দীর্ঘদিন ধরে তার বাবা ও মায়ের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল রাত থেকে তাদের খুঁজে না পেয়ে প্রতিবেশীদের জানালে সকালে তারা আশা অফিসের দরজা ভেঙ্গে ভেতরে দুজনের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন জানান, নাখালপাড়ায় ভাড়া থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। বাসা লাগোয়া আশা অফিসে কাজ করতেন ফারজানা।

শুক্রবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই অফিস থেকে ওই দম্পতির লাশ দু'টি উদ্ধার করা হয়।

তিনি বলেন, স্বামী আসমত আলীর লাশ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ও স্ত্রী ফারজানার মরদেহ মেঝেতে পড়ে ছিল। স্বামী আসমত স্ত্রী ফারজানাকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

তবে মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হবে। তার আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করবে। বেলা ১২টার সময় প্রতিবেদনটি লেখা পর্যন্ত পুলিশের উপস্থিতিতে লাশ দু'টি বাসার ভেতরেই ছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন