
রাজনীতিতে নামছেন সালমান খান?

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


সঙ্গে ক্যাপশনে লেখা, ‘দেখা হবে নতুন ময়দানে।’ এই পোস্ট ঘিরেই শুরু হয় গুঞ্জন—তবে কি এবার সালমান রাজনীতিতে যোগ দিচ্ছেন?না, সেই জল্পনা বেশি দূর গড়াতে পারেনি। অবসান ঘটেছে দ্রুতই। জিও হটস্টার নিশ্চিত করে যে, এটি আসলে সালমানের উপস্থাপনায় আসন্ন রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার অংশ।জিও হটস্টারের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শোয়ের একটি টিজার প্রকাশ করা হয়, যেখানে সালমানকে একই পোশাকে দেখা যায়।
টিজারে সালমান বলেন, ‘বন্ধু এবং শত্রু সাবধান, কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।’ এতে স্পষ্ট হয় যে সালমান এবারও রাজনীতির বাইরে থেকে নিজের জনপ্রিয় রিয়েলিটি শো নিয়েই ব্যস্ত।
প্রসঙ্গত, আগামী ২৪ আগস্ট থেকে ‘বিগ বস ১৯’ সম্প্রচারিত হবে জিও হটস্টার ও কালার্স টিভিতে।জিও হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে। তবে এবারের শোতে কারা অংশ নিচ্ছেন, তা এখনও জানানো হয়নি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





