
'রাখি বন্ধন'-এর শুটিংয়ের সময় একজনের মৃত্যু

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম


বাংলাপ্রেস অনলাইন: ভারতের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাখি বন্ধন’-এর সেটে তড়িদাহত হয়ে মৃত্যু হল এক টেকনিশিয়ানের। শনিবার রাতে শুটিং চলাকালীন এই ঘটনা ঘটেছে ভারত লক্ষ্মী স্টুডিয়োয়। মৃতের নাম সুব্রত বৈরাগী।
ভারতীয় পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ স্টুডিওর ভিতর পেডেস্টাল ফ্যান এবং স্পট লাইট সারানোর কাজ করছিলেন সুব্রত। সে সময়ই তড়িদাহত হন তিনি। সঙ্গে সঙ্গে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুব্রতকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
কলকাতার রিজেন্ট কলোনি এলাকায় থাকতেন বছর ৩২-এর সুব্রত। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ইউনিটে। সকলেই হতভম্ব হয়ে পড়েছেন।
ভাই-বোনের গল্প দেখানো হয় এই জনপ্রিয় ধারাবাহিকে। প্রথমে দুই শিশুশিল্পী অভিনয় করলেও, এখন গল্পের প্রয়োজনেই তাঁদের সরিয়ে অন্য অভিনেতাদের নিয়ে এসেছেন নির্মাতারা।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





