১৫ অক্টোবর ২০২৫

রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছিল মামুনুল হক : পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছিল মামুনুল হক : পুলিশ
বাংলাপ্রেস ডেস্কঃ হেফাজতে ইসলামের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ২৩ মামলার তদন্তভার পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এসব মামলায় শীর্ষ নেতাদের যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সিআইডি প্রধান। এদিকে পুলিশ জানিয়েছে, রিমান্ডের দ্বিতীয় দিনে তদন্ত কর্মকর্তার কাছে স্বীকারোক্তি দিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। বলেছেন, কওমী মাদরাসার শিক্ষার্থীদের ব্যবহার করে ক্ষমতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলেন। মঙ্গলবার নিজ কার্যালয়ে এসব মামলার তদন্ত নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন সংস্থার প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বলেন, ব্যক্তি মুখ্য নয়, তদন্তে যার নামই আসুক, আইনের আওতায় আনা হবে। বলেন, আমরা এসব মামলা প্রাথমিক তদন্তে তিন ধরনের লোকের সংশ্লিষ্টতা পেয়েছি। যারা উপস্থিত থাকছে, অনুপস্থিত থাকলেও ইন্ধন দিয়েছে, আর যারা সরাসরি হামলা ও নাশকতায় জড়িয়েছে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে তদন্ত প্রতিবেদন দাখিল করব। সম্প্রতি, গ্রেফতার হওয়া হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিষয়েও কথা বলেন সিআইডি প্রধান। জানান, নারায়ণগঞ্জে নাশকতার মামলায়ও গ্রেফতার দেখানো হবে তাকে। সিআইডি প্রধান বলেন, আমরা প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা পেয়েছি। তিনি একটি মামলায় রিমান্ডে আছেন। প্রাথমিকভাবে নারায়ণগঞ্জের দুটি মামলায় তার (মামুনুল হক) ইনভলভমেন্ট পাওয়া গেছে। আমরা সব মামলা স্টাডি করছি। যদি অন্য কোনো মামলাতেও তার ইনভলভমেন্ট থাকে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, রিমান্ডের দ্বিতীয় দিনে মামুনুল হকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তিনি নিজের বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য ভুল স্বীকার করেছেন বলেও দাবি করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও) হারুনুর রশিদ। তিনি বলেন, উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঠে নামিয়ে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন মামুনুল। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মামুনুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হারুন জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামুনুল হক তাবলীগের সাদপন্থিদের মারধরের কথা স্বীকার করেছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন