
রিসেপশনে জামাইকে নাচ শেখালেন প্রিয়ঙ্কার মা মধু...



বাংলাপ্রেস ডেস্কঃপ্রিয়ঙ্কা চোপড়ার রিসেপশন। আর সেখানে বলিউডি চমক থাকবে না, তাও আবার হয় নাকি? বৃহস্পতিবার রাতে বলিউডের বন্ধুদের জন্য রিসেপশনের আয়োজন করেছিলেন পিগি চপস। সেখানেই জামাই নিক জোনাসকে নাচের স্টেপ শিখিয়ে দিলেন শাশুড়ি অর্থাত্ প্রিয়ঙ্কার মা মধু চোপড়া।
গতকালের রিসেপশনে ছিল চাঁদের হাট। রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, অনুরাগ কাশ্যপ, পরিণীতি চোপ়ড়া, জাহ্নবী কপূর, অনুষ্কা শর্মা— বলি মহলের প্রায় সব তারকাই হাজির ছিলেন। বলিউড স্টাইলে নেচে আসর জমিয়ে দিয়েছিলেন সকলে। সেখানেই নিককে ঠুমকা শিখিয়েছেন মধু।
ডিসেম্বরের ১ এবং ২ তারিখ জোধপুরের উমেদ ভবনে খ্রিস্টান এবং হিন্দু মতে বিয়ে করেন প্রিয়ঙ্কা-নিক। ৪ ডিসেম্বর তাঁদের দিল্লির রিসেপশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯ ডিসেম্বর মুম্বইতে বন্ধু, আত্মীয়দের জন্য রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি। তবে হনিমুনের পরিকল্পনা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ এই জুটি।
বিপি/মিম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





