বাংলাপ্রেস ডেস্ক: দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। ৯ বছর ধরে প্রেম ও ঘর-সংসারের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গত ১১ আগস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান জর্জিনা। পর্তুগিজ কিংবদন্তির হাতের ওপর নিজের আংটি পরা হাত রেখে ক্যাপশনে জর্জিনা লেখেন, ‘হ্যাঁ, আমি রাজি।এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’
এদিকে, জর্জিনার সঙ্গে সম্ভাব্য বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসতেই আলোচনায় উঠে আসে রোনালদোর বর্ণাঢ্য প্রেমজীবন। জর্জিনার আগে আরও অনেকের সঙ্গেই প্রেমে জড়ান রোনালদো। প্যারিস হিলটন থেকে কিম কার্ডাশিয়ানও রয়েছেন সে তালিকায়।যেখানে রয়েছে ভারতীয় অভিনেত্রী বিপাসা বসুর নামও। এরইমধ্যে বিপাশা বসু রোনালদোকে নিয়ে একটি স্টোরি শেয়ার করায় যে গল্প নতুন করে উঠে এসেছে আলোচনায়।সম্প্রতি বিপাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, পর্তুগালের লিজবনে এক অনুষ্ঠানে তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন।ক্যাপশনে বিপাশা লিখেছেন, “আইকনিক স্টেজ মোমেন্ট: বিপাশা বসু উইথ রোনালদো।”
সেই অনুষ্ঠানের আফটার পার্টিতেও রোনালদো ও বিপাশার দেখা হয়েছিল। সেই সময় একটি ছবি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ছবিতে দেখা যায়, রোনালদো ঝুঁকে বিপাশার দিকে আসছেন, যা অনেকেই ভুলভাবে ‘চুম্বন’ ভেবে নেন। তখন বিপাশা ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে।গুঞ্জন ওঠে, সেই ছবির কারণেই তাদের সম্পর্কে ফাটল ধরে। গণমাধ্যমে উঠে আসে রোনালদোর সঙ্গে বিপাশার প্রেমের গল্প। শুরু হয় গুঞ্জন।
তবে পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে বিপাশা বিষয়টি পরিষ্কার করে বলেন, ছবিটি আসলে চুম্বনের নয়, বরং পার্টির উচ্চ শব্দে কথা বলার জন্য রোনালদোকে তার দিকে ঝুঁকতে হয়েছিল। সেটিই ভুলভাবে ব্যাখ্যা হয়েছিল।
রোনালদোর সাম্প্রতিক বাগদানের পর হঠাৎ করে বিপাশার সেই ভিডিও প্রকাশ করাকে অনেকেই নানা প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেখছেন। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।এদিকে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের পর অবশেষে জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। জর্জিনা ইনস্টাগ্রামে আংটির ছবি প্রকাশ করেছেন। রোনালদো ও জর্জিনার প্রথম দেখা হয় ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে। বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা। তাদের সন্তানদের নাম ক্রিস্তিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা ও বেলা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]