১৪ অক্টোবর ২০২৫

শাহরুখ খানের শুটিং সেটে অগ্নিকান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাহরুখ খানের শুটিং সেটে অগ্নিকান্ড

বাংলাপ্রেস, ঢাকা: মুম্বাইয়ে বলিউড সুপারষ্টার শাহরুখ খানের ‘জিরো’-র শুটিং সেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ৷ বৃহস্পতিবার বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে৷

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷ হতাহতের কোনও খবর নেই৷

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ আচমকাই ‘জিরো’-র সেটে দাউদাউ করে আগুন জ্বলে যায়৷ আতঙ্কিত হয়ে পড়েন সেটে থাকা গোটা টিম৷ সেই সময় সেট থেকে কিছুটা দূরে মেকআপ ভ্যানে বসেছিলেন শাহরুখ খান৷ আচমকাই আগুন লাগার খবরে হতচকিত হয়ে যান সকলেই৷ খবর দেওয়া হয় দমকলে৷ এদিকে, ততক্ষণে সেটে থাকা সকলেই বাইরে বেরিয়ে আসেন৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল৷ একে একে দমকলের চারটি ইঞ্জিন যায় ‘জিরো’-র সেটে৷ শুরু হয় আগুন নেভানোর কাজ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই ‘জিরো’-র সেটে আগুন লাগে৷

বউয়া সিং নামে এক বামনের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘জিরো’। বিয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারে না সে। পাত্রী দেখার জন্য বিয়ের ওয়েবসাইটের অফিসের আশেপাশে প্রায়ই ঘুরে বেড়ায়। কিন্তু কিছুতেই আর মনের মতো পাত্রী খুঁজে পাননা বউয়া সিং। একদিন সেখানেই সন্ধান মিলল আফিয়া ইউসুফজাই ভান্দেরের। শারীরিকভাবে প্রতিবন্ধী সে। কিন্তু একজন বিজ্ঞানী। প্রথমে আফিয়ার হুইলচেয়ার বউয়ার অপছন্দ হলেও পরে প্রেমে পড়ে যায়। বিয়ের তোড়জোড়ও শুর হয়ে যায়। কিন্তু এর মধ্যেই গল্পে নয়া মোড়। এক হিরোইনের জন্য প্রায় পাগল হয়ে যায় বউয়া। হিরোইনও তার প্রতি দুর্বল হয়ে পড়ে। বউয়া সিংয়ের জীবনে কী ঘটল, সেই প্রশ্নেরই উত্তর দেবে ‘জিরো’৷ ছবির ট্রেলার মন ছুঁয়েছে দর্শকদের৷ ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি৷ তার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় মন খারাপ অনুরাগীদের৷

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন