বাংলাপ্রেস ডেস্ক: শোবিজ তারকাদের একনজর দেখা কিংবা অটোগ্রাফ-ফটোগ্রাফের আশায় অনেক ভক্তই সীমা ছাড়িয়ে যান। কখনও কেউ ঘণ্টার পর ঘণ্টা প্রিয় তারকার বাড়ির সামনে অপেক্ষা করেন, কেউ আবার পাড়ি জমান বহু দূরের কোনো শহরে।
কদিন আগে ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। বলিউড তারকা সালমান খানের সঙ্গে দেখা করার আশায় বাড়ি ছাড়ে দিল্লি শহরের তিন নাবালক।তার চারদিন পর মহারাষ্ট্রের নাসিক নামের একটি রেলস্টেশন থেকে উদ্ধার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে, তারা তিনজনেই সুস্থ রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ঘটনাটি ঘটেছে গত ২৫ জুলাই। সেই তিন শিশুর বয়স ১৩, ১১ ও ৯ বছর।দিল্লির সদর বাজার এলাকার একটি স্কুলে তারা একসঙ্গে পড়ে। কোনোরকমে বাড়ির কাউকে কিছু না জানিয়েই সোজা রওনা দেয় মহারাষ্ট্রের দিকে।
পুলিশ সূত্রে গেছে, অনলাইন গেম খেলার সময় তাদের পরিচয় হয়। সেখানে ওয়াহিদ নামের এক শিশু দাবি করে, সে সালমান খানের সঙ্গে একবার দেখা করেছে এবং তাদের সেই সুযোগ করে দিতেও পারে।সেই আশাতেই রওনা দেয় নাবালকগুলো।
তবে যখন ওয়াহিদ জানতে পারে তাদের খোঁজে পুলিশ ও পরিবার তৎপর, তখন সে পিছিয়ে যায়। এরপর বাকিরাও তাদের পরিকল্পনা বদলে নাসিকে গিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। সেখানেই তাদের খুঁজে পায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, এক নিখোঁজ শিশুর বাড়ি থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল তারা ‘ওয়াহিদের’ সঙ্গে দেখা করতে যাচ্ছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]