
সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের


বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে দফায় দফায় সামরিক সংঘর্ষের পর পাকিস্তান তার পশ্চিম সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সপ্তাহজুড়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হওয়ার পর সোমবার এই সতর্কতা জারি করা হয়।
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগান তালেবান বাহিনীর ‘অযৌক্তিক’ হামলার পর শনিবার থেকে সমস্ত সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, রবিবার রাতে ছোট অস্ত্রের গোলাগুলির কয়েকটি ঘটনা ঘটেছে। তবে সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল।
এদিকে, পাকিস্তান ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের ক্রসিং বন্ধ করে দেওয়ায় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারাজমি রয়টার্সকে বলেছেন, সীমান্তের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যানবাহন এবং পথচারীদের জন্য সীমান্ত ক্রসিং বন্ধ থাকায় সীমান্তে বাণিজ্য এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে কাজ করা সমস্ত পাকিস্তানি সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট


ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি
