বাংলাপ্রেস ডেস্ক: কয়েক দিন বাদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এর মধ্যেই উন্মোচিত হয়েছে সিনেমাটির ট্রেলার। এ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা।
ট্রেলার উন্মোচনের এই অনুষ্ঠানের মাঝেই এক সাংবাদিক অক্ষয়কে প্রশ্ন করেন, ছবিতে কি কানপুর শহরের ‘গুটখা’ সংস্কৃতি তুলে ধরা হয়েছে? সে প্রসঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত কী?
এমন প্রশ্নে অক্ষয় সাফ জানিয়ে দেন, ‘গুটখা খাওয়া উচিত নয়।’ কিন্তু সাংবাদিক মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করলে অক্ষয় রীতিমতো মেজাজ হারান।
রসবোধের সঙ্গে তীক্ষ্ণ সুরে অভিনেতা বললেন, ‘ইন্টারভিউটা আমার না আপনার? আপনি আমার মুখে কথা ঢোকাবেন না… আমি বলছি, গুটখা খাওয়া খারাপ, ব্যস।’
বলা দরকার, এর আগে গুটখার বিজ্ঞাপন করে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন অক্ষয়।
এদিকে, ‘জলি এলএলবি থ্রি’ দিয়ে আবারও জলি চরিত্রে ফিরছেন অক্ষয়, আর তার বিপরীতে রয়েছেন আরশাদ ওয়ারসি।ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। সৌরভ শুক্লা, আমৃতা রাও, হুমা কুরেশি এবং আন্নু কাপুরও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]