১৪ অক্টোবর ২০২৫

‘সাইয়ারা’ জাদু চলছেই, আয় ছাড়িয়েছে ৬০০ কোটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘সাইয়ারা’ জাদু চলছেই, আয় ছাড়িয়েছে ৬০০ কোটি
বাংলাপ্রেস ডেস্ক:  নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা জুটিকে নিয়ে নির্মিত মোহিত সুরির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির পর দর্শকমন জয় করেছে। শুধু তাই নয়, ১৯তম দিনেও বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। ২০ দিন শেষে ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় তুলে নিয়েছে এটি। ১৯ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ৪৯২ কোটি রুপিরও বেশি যা বাংলাদেশে টাকায় ৬০০ কোটি ছাড়িয়েছে।বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, মুক্তির ১৯তম দিনে ২.৫ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। এর আগের দিন ২.৩৫ কোটি টাকা সংগ্রহ করে। সেদিনই ভারতে ৩০০ কোটির ঘরে প্রবেশ করে এটি।
বলিউডের সুপরিচিত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এনডিটিভিকে জানান, ‘বক্স অফিস সব সময়ই অনিশ্চিত, এটাই তো এর সৌন্দর্য।
‘সাইয়ারা’র ক্ষেত্রে সেটা আবার প্রমাণিত হয়েছে। ছবিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। একঝাঁক নতুন মুখ নিয়ে যে ছবি ৩০০ কোটি টপকাতে পারে, সেটাই তো অবিশ্বাস্য! আমি নিশ্চিত, মুক্তির আগে কেউ ভাবতেও পারেনি যে, এই ছবি চলবে। কিন্তু বক্স অফিস নিজেই সব উত্তর দেয়।অনেকে মনে করছেন, সিনেমাটি বক্স অফিসে ৫০০ কোটি রুপি ব্যবসা করবে, কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, হাজার কোটি ছাড়াবে। তবে তরণ তাঁদের সঙ্গে একমত নন। তার ভাষ্যমতে, ‘আমার মনে হয়, ৩০০ কোটিই ছবিটির চূড়ান্ত সীমা। তবে নতুন মুখদের নিয়ে এত দূর যাওয়াটাই বিশাল অর্জন।’বক্স অফিসে এখন ‘সাইয়ারা’র মুখোমুখি দুটি বড় ছবি।প্রথমটি অজয় দেবগনের ‘সান অফ সার্দার ২’ এবং দ্বিতীয়টি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ‘ধাড়াক ২’। প্রতিযোগিতা বাড়া সত্ত্বেও বক্স অফিসে আয় ধরে রেখেছে ‘সাইয়ারা’। আর কতদিন ‘সাইয়ারা’ জাদুতে বুদ থাকবে ভারত তা এখনই বলা যাচ্ছে না। তবে অপ্রত্যাশিতভাবে সাইয়ারা যে ম্যাজিক বক্স অফিসে দেখিয়েছে, তা হিন্দি সিনেমার জন্য আশির্বাদ বয়ে এনেছে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন