‘সাইয়ারা’ জাদু চলছেই, আয় ছাড়িয়েছে ৬০০ কোটি

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


‘সাইয়ারা’র ক্ষেত্রে সেটা আবার প্রমাণিত হয়েছে। ছবিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। একঝাঁক নতুন মুখ নিয়ে যে ছবি ৩০০ কোটি টপকাতে পারে, সেটাই তো অবিশ্বাস্য! আমি নিশ্চিত, মুক্তির আগে কেউ ভাবতেও পারেনি যে, এই ছবি চলবে। কিন্তু বক্স অফিস নিজেই সব উত্তর দেয়।অনেকে মনে করছেন, সিনেমাটি বক্স অফিসে ৫০০ কোটি রুপি ব্যবসা করবে, কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, হাজার কোটি ছাড়াবে। তবে তরণ তাঁদের সঙ্গে একমত নন। তার ভাষ্যমতে, ‘আমার মনে হয়, ৩০০ কোটিই ছবিটির চূড়ান্ত সীমা। তবে নতুন মুখদের নিয়ে এত দূর যাওয়াটাই বিশাল অর্জন।’বক্স অফিসে এখন ‘সাইয়ারা’র মুখোমুখি দুটি বড় ছবি।প্রথমটি অজয় দেবগনের ‘সান অফ সার্দার ২’ এবং দ্বিতীয়টি সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরির ‘ধাড়াক ২’। প্রতিযোগিতা বাড়া সত্ত্বেও বক্স অফিসে আয় ধরে রেখেছে ‘সাইয়ারা’। আর কতদিন ‘সাইয়ারা’ জাদুতে বুদ থাকবে ভারত তা এখনই বলা যাচ্ছে না। তবে অপ্রত্যাশিতভাবে সাইয়ারা যে ম্যাজিক বক্স অফিসে দেখিয়েছে, তা হিন্দি সিনেমার জন্য আশির্বাদ বয়ে এনেছে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





