
সেরে উঠছেন টেলি সামাদ


বাংলাপ্রেস ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদ। তাকে গেল সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নেয়া হয়েছিল আইসিউতেও। তবে এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সেরে উঠছেন টেলি সামাদ। টেলি সামাদের বড় মেয়ে সোহেলা সামাদ কাকলী সোমবার জানান, অনেকদিন ধরেই বাবার খাদ্য গ্রহণে সমস্যা হচ্ছিল। তাই মঙ্গলবার বাবাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসকরা ভর্তির পরামর্শ দেন।
আশংকার কিছু নেই বলে তিনি জানিয়েছেন। কাকলী বলেন, অনেকটা ভাল আছেন বাবা। তার বুকে ইনফেকশন ছিল। রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। ওষুধ দেয়ার পর সেরে উঠছেন বাবা। দুই একদিনের মধ্যেই তাকে বাসায় নিয়ে যাব।
ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্বাবধানে চিকিৎসা চলছে টেলি সামাদের। এই অভিনেতার পরিবার তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অর্জন করেছেন নানা সম্মান ও স্বীকৃতি। এদেশের চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে টেলি সামাদের জনপ্রিয়তা আকাশচুম্বী।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





