বাংলাপ্রেস ডেস্ক: ‘জেলার’ ছবির তুমুল সাফল্যের পর এবার নির্মিত হচ্ছে এর সিক্যুয়াল। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবিটির শুটিং। চমকপ্রদ বিষয় হলো, সিক্যুয়ালে এবার একসঙ্গে দেখা যাবে দুই সুপারস্টারকে। এতে রজনীকান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মিঠুন চক্রবর্তী।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ইতিমধ্যেই ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং চলতি সপ্তাহেই যোগ দেবেন রজনীকান্তও।
জানা গেছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। শুধু তাই নয় ভারতীয় চলচ্চিত্র জগতে এ এক অন্য মাইলস্টোন তৈরি করবে বলেও মনে করা হচ্ছে। এর আগে মিঠুন চক্রবর্তীর ছবি ‘ভ্রষ্টাচার’ ও ‘ভাগ্য বিধাতা’তে ক্যামিও চরিত্রে ধরা দিয়েছিলেন রজনীকান্ত।এয়ার একসঙ্গে দেখা যাবে তাদের দুজনকে।
উল্লেখ্য, দুই বছর আগে মুক্তি পাওয়া নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার’ বিশ্বব্যাপী ৬০০ কোটির ব্যবসা করেছিল। এবার এই ছবির সিক্যুয়ালের শুটিং হবে চেন্নাইসহ ভারতের বিভিন্ন জায়গায়।
অন্যদিকে, সদ্য মুক্তি পাওয়া রজনীকান্তের ‘কুলি’ বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছে।চারদিনে বিশ্বব্যাপী ৪০০ কোটিরও বেশি আয় করে ফেলেছে ছবিটি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]