১৪ অক্টোবর ২০২৫

সিনেমার নাম পরিবর্তন করে বিপাকে সালমান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
সিনেমার নাম পরিবর্তন করে বিপাকে সালমান খান

বাংলাপ্রেস অনলাইন: সিনেমার নাম ছিল ‘লাভরাত্রি’৷ নানা অভিযোগ, নানা মামলা, নানা হুমকির পর ছবির প্রযোজক সালমান খান নাম বদলে রাখলেন ‘লাভযাত্রি’ ৷ ভাবলেন, বিপদ কাটল ৷ কিন্তু সলমনের ভাগ্য বলে কথা, এত সহজে কি বিপদ পিছু ছাড়ে সল্লুর ! ছবির নতুন নামেও আপত্তি করল গুজরাটের এক হিন্দু সংগঠন ৷

হিন্দু সংগঠনের তরফ থেকে অভিযোগ ‘লভরাত্রি’র মতো, ‘লভযাত্রি’ নামের সঙ্গেও পবিত্র উৎসব নবরাত্রির নামের মিল রয়েছে ৷ তাই এই নামকেও মেনে নেওয়া যায় না ৷ এমনকী, হিন্দু সংগঠনের মতে, ছবির নাম ‘লাভ কি যাত্রা’ রাখলে সঠিক হয় ৷ সালমানের ভগ্নিপতি আয়ূশ শর্মা অভিনীত ‘লভরাত্রি’ ছবি এই প্রথম বিপাকে পড়া নয় ৷ এর আগেও সালমানের নামে অভিযোগ জমা পড়েছে ৷

সালমান প্রযোজিত ছবি ‘লভরাত্রি’ ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে ৷ এর আগে এই অভিযোগেই মুজাফফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা মামলা করেন ৷ মামলার শুনানিতে এফআইআর-এর নির্দেশ ৷ বিহারের মিঠনপুরা থানায় এফআইআর-এর নির্দেশ হয়েছে সলমনের বিরুদ্ধে ৷ তবে এ ঘটনা প্রথম নয়, এর আগেও মুজফফরপুরের সিজিএম সলমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ৷ এই মামলায় নাম রয়েছে সলমন খান সহ ছবির নায়ক তথা তাঁরই ভগ্নিপতি আয়ূস শর্মা, অংশুমান ঝাঁ, রবীনা হুসেন, রাম কাপুর সহ ৭৬ জনের বিরুদ্ধে ৷ এর আগেই এই ছবির নাম নিয়ে প্রচুর হাঙ্গামা দেখা গিয়েছে ৷ বিশ্বহিন্দু পরিষদও এই ছবির বিরুদ্ধে সরব হয়েছে জানিয়েছে এই ছবি হিন্দু ভাবনাকে আঘাতপ্রাপ্ত করেছে ৷ তাই এই ছবির স্ক্রিনিং বন্ধ হোক ৷

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন