
সিনেমার নাম পরিবর্তন করে বিপাকে সালমান খান


বাংলাপ্রেস অনলাইন: সিনেমার নাম ছিল ‘লাভরাত্রি’৷ নানা অভিযোগ, নানা মামলা, নানা হুমকির পর ছবির প্রযোজক সালমান খান নাম বদলে রাখলেন ‘লাভযাত্রি’ ৷ ভাবলেন, বিপদ কাটল ৷ কিন্তু সলমনের ভাগ্য বলে কথা, এত সহজে কি বিপদ পিছু ছাড়ে সল্লুর ! ছবির নতুন নামেও আপত্তি করল গুজরাটের এক হিন্দু সংগঠন ৷
হিন্দু সংগঠনের তরফ থেকে অভিযোগ ‘লভরাত্রি’র মতো, ‘লভযাত্রি’ নামের সঙ্গেও পবিত্র উৎসব নবরাত্রির নামের মিল রয়েছে ৷ তাই এই নামকেও মেনে নেওয়া যায় না ৷ এমনকী, হিন্দু সংগঠনের মতে, ছবির নাম ‘লাভ কি যাত্রা’ রাখলে সঠিক হয় ৷ সালমানের ভগ্নিপতি আয়ূশ শর্মা অভিনীত ‘লভরাত্রি’ ছবি এই প্রথম বিপাকে পড়া নয় ৷ এর আগেও সালমানের নামে অভিযোগ জমা পড়েছে ৷
সালমান প্রযোজিত ছবি ‘লভরাত্রি’ ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে ৷ এর আগে এই অভিযোগেই মুজাফফরপুরের আইনজীবী সুধীর কুমার ওঝা মামলা করেন ৷ মামলার শুনানিতে এফআইআর-এর নির্দেশ ৷ বিহারের মিঠনপুরা থানায় এফআইআর-এর নির্দেশ হয়েছে সলমনের বিরুদ্ধে ৷ তবে এ ঘটনা প্রথম নয়, এর আগেও মুজফফরপুরের সিজিএম সলমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ৷ এই মামলায় নাম রয়েছে সলমন খান সহ ছবির নায়ক তথা তাঁরই ভগ্নিপতি আয়ূস শর্মা, অংশুমান ঝাঁ, রবীনা হুসেন, রাম কাপুর সহ ৭৬ জনের বিরুদ্ধে ৷ এর আগেই এই ছবির নাম নিয়ে প্রচুর হাঙ্গামা দেখা গিয়েছে ৷ বিশ্বহিন্দু পরিষদও এই ছবির বিরুদ্ধে সরব হয়েছে জানিয়েছে এই ছবি হিন্দু ভাবনাকে আঘাতপ্রাপ্ত করেছে ৷ তাই এই ছবির স্ক্রিনিং বন্ধ হোক ৷
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)