১৪ অক্টোবর ২০২৫

সকালে গ্রেপ্তার প্রিন্স মামুন দুপুরে পেলেন জামিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সকালে গ্রেপ্তার প্রিন্স মামুন দুপুরে পেলেন জামিন
বাংলাপ্রেস ডেস্ক:মারধর ও হুমকির অভিযোগে সাবেক বান্ধবী লায়লা আক্তার ফারহাদের করা ক্যান্টনম্যান্ট থানার মামলায় (নন-এফআইআর) টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে জামিন দেন। এর আগে জিডি মূলে দায়ের করা এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানা মূলে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।এরপর মামুনকে দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় মামুনের আইনজীবী মো. নজরুল ইসলাম মামুনের পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে জামিন দেন।জানা যায়, গত বছরের ৪ জুন ক্যান্টনম্যান্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন লায়লা।এরপর আদালতের অনুমতি নিয়ে তদন্ত করে পুলিশ। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে গত ১৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান সৈকত। সেই প্রতিবেদন আমলে নিয়ে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন