এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নিলফারীর সৈয়দপুরে নাইট কোচের ধাক্কায় পিকনিকের পিক আপ উল্টে ঘটনাস্থলে ১২ জন নিহত হয়েছে।
আজ রাত সাড়ে ১০ দিকে এ শহরের বাইপাস এলাকায় ফ্লাইউড ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, নীলফামারীর ভবানীগঞ্জ নদীবাড়ি চউরাঙ্গি বাজার মাদ্রাসার ছাত্ররা সকালে পিকআপ ভ্যান যোগে স্বপ্নপুরী পিকনিক করতে যায়। ফেরার পথে সৈয়দপুর বাইপাস অতিক্রম করলে ফ্লাইউড ফ্যাক্টরির সামনে উক্ত পিকআপকে ঢাকা গামী একটি নাইট কোচ পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে ঘটনাতস্থলেই ৮ জন নিহত হয় এবং আর ৬ জন মর্মান্তিক আহত হয়। নিহতদের সবার নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]