১৩ অক্টোবর ২০২৫

‘সোলজার’ সিনেমায় শাকিবের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম
‘সোলজার’ সিনেমায় শাকিবের চরিত্র নিয়ে মুখ খুললেন পরিচালক

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউড মেগাস্টার শাকিব খান এবার হাজির হচ্ছেন দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত নতুন ছবি ‘সোলজার’-এ। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ছবিটির শুটিং। এরই মধ্যে গত ৩ অক্টোবর সিনেমাটির ফাইনাল লুক সেট ও ফার্স্ট লুক পোস্টারের ফটোশুট সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) শাকিব খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় একটি ভিডিও, যার শিরোনাম “পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে ‘সোলজার’?” প্রায় আড়াই মিনিটের ওই ভিডিওতে নির্মাতা সাকিব ফাহাদ ছবিটি নিয়ে তার ভাবনা ও পরিকল্পনার কথা জানান।

সাকিব ফাহাদ বলেন, আমরা ‘সোলজার’-এর কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি।

নির্মাতা বলেন, আমরা চাইছি, উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠেন যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি ‘সোলজার’এ ফুটে উঠবে।

শাকিব খানকে নতুনভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম ‘সোলজার’। সাকিব ফাহাদ বলেন, ‘গত তিন-চার বছরে শাকিব ভাইকে যেভাবে দেখেছি, এবার তাকে সম্পূর্ণ ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাই।’

ঈদে মুক্তির চিরাচরিত ধারা থেকে বেরিয়ে ছবিটি অন্য সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা। দেশপ্রেম, অ্যাকশন এবং আবেগের মিশেলে তৈরি এই গল্পে শক্তিশালী বার্তাও থাকবে বলেও জানান পরিচালক।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন