১৫ অক্টোবর ২০২৫

সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে পুলিশ সদস্যের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সড়ক দুর্ঘটনায় নরসিংদীতে পুলিশ সদস্যের মৃত্যু
নরসিংদী প্রতিবেদক : নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ১১ এপ্রিল দুপুরে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন (৩৪) ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি বাংলাদেশ পুলিশের নারায়ণগঞ্জ জেলায় কনস্টেবল পদ মর্যাদায় কর্মরত ছিলেন। তিনি উপজেলার মাধবদী থানার নিয়াব গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা- সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ গোল চত্বরের সামনে দুই যাত্রীসহ ওই মোটরসাইকেল কে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন নিহত হন। এ ঘটনায় ইসমাইল(১৮) একজনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে গেলেও ইটাখোলা হাইওয়ের পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে বলে জানান পুলিশ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন