১৪ অক্টোবর ২০২৫

স্টিভ জবসের মেয়ের বিয়েতে গাওয়ার জন্য ২৩ কোটি নিচ্ছেন এলটন জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
স্টিভ জবসের মেয়ের বিয়েতে গাওয়ার জন্য ২৩ কোটি নিচ্ছেন এলটন জন
  বাংলাপ্রেস ডেস্ক: স্টিভ জবসের কন্যা মডেল ইভ জবসের রাজকীয় বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন। অনুষ্ঠানের আয়োজনে খরচ হচ্ছে ৬৫ লাখ ডলার, যার মধ্যে এলটনের পারফরম্যান্সের জন্যই ধরা হয়েছে ১৯ লাখ ডলার! যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ কোটি টাকা
ইভ জবসের বিয়ে ২৭ বছর বয়সী ইভ জবস বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান ও শো-জাম্পার হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম, আর ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁরা বাগ্‌দানের ঘোষণা দেন। বিয়ের আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ জবসের স্ত্রী লরিন পাওয়েল জবস।
এক ঘণ্টায় ১৯ লাখ ডলার! ব্রিটিশ গণমাধ্যম দ্য সানকে একটি সূত্র জানিয়েছে, ‘এলটন জনকে এক ঘণ্টার জন্য গাইতে বলা হয়েছে। তিনি ইভ ও হ্যারির পছন্দের গানগুলো পরিবেশন করবেন। এলটনের কনসার্ট সস্তায় হয় না—পারিশ্রমিক হিসেবে তাঁকে ১৯ লাখ ডলার দেওয়া হচ্ছে। তবে আয়োজকেরা এই বিশেষ দিনকে স্মরণীয় করে তুলতেই এই খরচ করছেন।’
ঐতিহ্যবাহী ইংরেজ আভিজাত্যের সঙ্গে আধুনিক আমেরিকান স্টাইলের মিশেলে তৈরি হচ্ছে বিয়ের থিম। পুরো আয়োজন সামলাচ্ছেন খ্যাতনামা ইভেন্ট প্ল্যানার স্ট্যানলি গাত্তি।
বিয়ের ভেন্যু ও নিরাপত্তা ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কটসওয়োল্ডসের শান্ত প্রাকৃতিক পরিবেশে। গোপনীয়তা বজায় রাখতে বিয়ের কয়েক দিন আগে থেকে পুরো গ্রাম কার্যত লকডাউনে চলে যাবে। অতিথিরা আসবেন ব্যক্তিগত জেট বিমানে, অক্সফোর্ড বিমানবন্দরে নামবেন, সেখান থেকে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে বিয়ের আসরে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন