বাংলাপ্রেস ডেস্ক: অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিগত সময় ধরেই গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন। আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তার গ্লোবাল যাত্রায় আরেকটি মাইলফলক যুক্ত করলেন এ অভিনেত্রী। ‘এলভিএমএইচ প্রাইজ ২০২৫’–এর জুরি সদস্য হয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন তিনি।ফ্যাশন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ এই বার্ষিক আয়োজনে বিশ্বের সৃজনশীল আইকনরা একত্রিত হন উদীয়মান প্রতিভাকে উদযাপন করতে।গ্লোবাল এই আয়োজনে দীপিকা নজর কাড়েন লুই ভুঁতোঁ–এর এক অনন্য পোশাকে। তিনি বেছে নিয়েছিলেন হলুদ ও বাদামি শেডের বোল্ড অ্যাবস্ট্রাক্ট প্রিন্টে তৈরি একটি ওভারসাইজড সিল্ক শার্ট, যেটিতে ছিল কলারসহ গভীর নেকলাইন। এর সঙ্গে পরেন সোনালি রঙের মিনি স্কার্ট, যেটির লম্বা ফ্রিঞ্জ মেঝে ছুঁয়ে চলাফেরার সঙ্গে দোল খাচ্ছিলগহনাতেও তিনি রাখেন ভারসাম্যপূর্ণ সৌন্দর্য। কানে দেন ভারী সোনালি স্টাড কানের দুল, সঙ্গে স্লিক হাই হিল ও একটি কালো হ্যান্ডব্যাগ। চুল পরিপাটি করে খোপায় বাঁধা—তাতে ফুটে ওঠে প্যারিসিয়ান নান্দনিকতা, তবে রয়ে যায় তার স্বাক্ষরিত আধুনিক ঔজ্জ্বল্যও।
ইভেন্টের কিছু মুহূর্ত শেয়ার করে দীপিকা লিখেছেন, “সব বিজয়ীদের অভিনন্দন! তোমাদের জাদু দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]