বাংলাপ্রেস ডেস্ক: মুক্তির পর বক্স অফিসে ম্যাজিক দেখিয়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ সিনেমা। অ্যাডভান্স বুকিং থেকেই সারা ফেলে দিয়েছিল এই সিনেমা। আর এবার বড় পর্দায় সিনেমাটি দেখে আবেগে ভাসলেন দেব নিজে। ভক্তদের মতো তিনিও অশ্রুসিক্ত হয়ে পড়েন।দেব ভক্তদের অনেককেই সিনেমা হলে বসে এই সিনেমা দেখে কাঁদতে দেখা গেছে। সম্প্রতি ছিল ‘ধূমকেতু’র স্পেশাল স্ক্রিনিং। সেখানে অভিনেত্রী ও প্রেমিকা রুক্মিণী মৈত্রকে নিয়ে হাজির হয়েছিলেন দেব। সেখানেই নিজের ছবি দেখে আবেগে ভাসেন দেব।
সোশ্যালে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছবির শেষ পর্যায়ে পর্দায় নিজের সঙ্গে শুভশ্রীর নানা মুহূর্তের কোলাজ দেখে তার চোখের কোণ ভিজে ওঠে। দেবের সেই আবেগঘন মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
প্রসঙ্গত, দেব-শুভশ্রী জুটি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় ছিলেন সম্পর্কের সম্পর্কে। যা টলিউডের ওপেন সিক্রেট হলেও বিচ্ছেদ হয়েছিল তাদের।‘ধূমকেতু’ সেই বিচ্ছেদের পরের ছবি। এরপর আর কোনো সিনেমা বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]