১৪ অক্টোবর ২০২৫

স্বামী মোহাম্মদ শামিকে ফেলে মডেলিংয়ে হাসিন জাহান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
স্বামী মোহাম্মদ শামিকে ফেলে মডেলিংয়ে হাসিন জাহান

বাংলাপ্রেস অনলাইন: আগেই ঘোষণা করেছিলেন। মডেলিংয়ে ফেরার বার্তা দিয়ে সাহসী ভিডিও-ও পোস্ট করেছিলেন। এবার তাঁর আসন্ন ছবির নামও জানা গেল। হাসিন জাহান বলিউডে প্রথমবার পা রাখতে চলেছেন ‘ফতোয়া’ ছবির মাধ্যমে। সামির সঙ্গে বহু আলোচিত সম্পর্ক এখনও শীতল। বিবাহ বিচ্ছেদ এখনও ঘটেনি। তবে সম্পর্ক যে জোড়া লাগবে না, তা একাধিকবার ঠারেঠোরেই স্বীকার করে নিয়েছেন দুই তারকা। হাসিন তাই বলিউডে ফেরার সিদ্ধান্ত নিলেন। পরিচালক আমজাদ খানের পরবর্তী ‘ফতোয়া’ ছবিতেই তাঁকে দেখা যাবে। হাসিন আগেই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছিলেন। এর মধ্যে পরিচালক আমজাদ খানের সঙ্গেও সেলফি তুলতে দেখা গিয়েছিল।

আগেই ঘোষণা করেছিলেন। মডেলিংয়ে ফেরার বার্তা দিয়ে সাহসী ভিডিও-ও পোস্ট করেছিলেন। এবার তাঁর আসন্ন ছবির নামও জানা গেল। হাসিন জাহান বলিউডে প্রথমবার পা রাখতে চলেছেন ‘ফতোয়া’ ছবির মাধ্যমে। সামির সঙ্গে বহু আলোচিত সম্পর্ক এখনও শীতল। বিবাহ বিচ্ছেদ এখনও ঘটেনি। তবে সম্পর্ক যে জোড়া লাগবে না, তা একাধিকবার ঠারেঠোরেই স্বীকার করে নিয়েছেন দুই তারকা। হাসিন তাই বলিউডে ফেরার সিদ্ধান্ত নিলেন। পরিচালক আমজাদ খানের পরবর্তী ‘ফতোয়া’ ছবিতেই তাঁকে দেখা যাবে। হাসিন আগেই নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছিলেন। এর মধ্যে পরিচালক আমজাদ খানের সঙ্গেও সেলফি তুলতে দেখা গিয়েছিল।

জল্পনার পারদ চড়েছিল। এর মধ্যেই জানা গেল সেই ছবির নাম। অক্টোবর মাসেই ছবির শুটিং শুরু হবে। ছবিতে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন হাসিন। সর্বভারতীয় এক প্রচারমাধ্যমে হাসিন জানিয়েছেন, ‘‘আমার ও মেয়ের ব্যয় নির্বাহের জন্য কিছু একটা করতেই হত। অন্য কোনও অপশনও ছিল না। পরিচালক আমজাদ খান কঠিন সময়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন। তাছাড়া আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য অর্থেরও প্রয়োজন।’’

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন