১৪ অক্টোবর ২০২৫

স্বামীর নাম ও শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করলেন কণ্ঠশিল্পী মমতাজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
স্বামীর নাম ও শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন করলেন কণ্ঠশিল্পী মমতাজ
 

বাংলাপ্রেস ডেস্ক : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পক্ষ থেকে জাতীয় পরিচয়পত্রে স্বামীর নাম ও শিক্ষাগত যোগ্যতার সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা আবেদন অনুমোদন পেয়েছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচনী কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তফসিল ঘোষণার পর জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়া বন্ধ রেখেছে ইসি। তবে জরুরি ভিত্তিতে কমিশনের অনুমতিক্রমে ও আইন অনুসারে এমন সংশোধন করা যেতে পারে। মমতাজ বেগমের আবেদন প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা (কমিশন) এরই মধ্যে তাঁর আবেদনে অনুমোদন দিয়েছি।’ মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মমতাজ বেগম সংশোধন ফরমে স্বামীর নামে মো. রমজান আলীর জায়গায় এ এস এম মঈন হাসান এবং শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণির জায়গায় দশম শ্রেণি করার আবেদন জানান। আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন মমতাজ বেগম। তিনি গত নির্বাচনে এ আসনে থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন