১৩ অক্টোবর ২০২৫

তবে কি শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
তবে কি শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির?

বাংলাপ্রেস ডেস্ক:   ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যম ফেসবুকে।

 

একটি সূত্র জানায়, সম্প্রতি অভিনেত্রীর ঢাকায় আসার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে— কিং খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একটি পণ্যের প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। সেখানে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান, ‘শাহরুখ খান নাকি শাকিব খান—কে আপনার পছন্দ?’ 

সেই প্রশ্নের জবাবে হানিয়া আমির বলেন, আমার মনে হয়— তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ। এ ঘটনার পর সিনেমাপ্রেমীদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাকিবের নায়িকা হচ্ছেন হানিয়া।

 

চলতি মাসের শুরুর দিকে আমেরিকা থেকে ফিরেছেন শাকিব খান। পরে তরুণ নির্মাতা সাকিব ফাহাদের ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং-পূর্ববর্তী কাজে অংশ নেন। তবে কি এ সিনেমায় থাকবেন হানিয়া আমির? এ বিষয়ে 'সোলজার' সিনেমার পরিচালক সাকিব ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের সিনেমায় হানিয়া আমির নেই। 

‘সোলজার’ সিনেমার শুটিংয়ের মধ্যেই আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন শাকিব খান। আর এ সিনেমার পরিচালকও একই কথা জানালেন, তাদের সিনেমায় কোনো পাকিস্তানি নায়িকাকে আপাতত দেখা যাবে না।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন