১৪ অক্টোবর ২০২৫

‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রের অভিনেতা অচ্যুত মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রের অভিনেতা অচ্যুত মারা গেছেন
বাংলাপ্রেস ডেস্ক:  বলিউডের অভিজ্ঞ অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। রাজকুমার হিরানির জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন তার কন্যা অনুরাধা পরাস্কার। গতকাল সোমবার (১৮ আগস্ট) মুম্বাইয়ের থানে জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। অনুরাধা জানিয়েছেন— ‘গতকাল দুপুরে হঠাৎ অচেতন হয়ে পড়েন, এরপর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই, রাত ৯টার দিকে তার হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যায়। খুব দ্রুতই তিনি আমাদের ছেড়ে চলে যান।’ অচ্যুত পোতদার থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের চরিত্রে জনপ্রিয় হন। তার বিখ্যাত সংলাপ ‘আরে, কেহনা ক্যা চাহতে হো?” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে— আক্রোশআলবার্ট পিন্টো কো গুস্সা কিউঁ আসে হ্যায়অর্ধ সত্যতেজাবপরিন্দারাজু বান গয়া জেন্টলম্যানদিলওয়ালেরঙ্গিলাবাস্তবহাম সাথ সাথ হ্যায়পরিণীতালাগে রহো মুন্না ভাইদাবাং ২ এবং ভেন্টিলেটর। চলচ্চিত্রের পাশাপাশি তিনি একাধিক টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। যেমন— ভারত এক খোঁজ (দূরদর্শন), শুভ মঙ্গল সাভধানঅল দ্য বেস্টমিসেস তেন্ডুলকারপ্রধানমন্ত্রীআগলে জনম মোহে বিটিয়া হি কিজো প্রভৃতি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন