১৪ অক্টোবর ২০২৫

তৈমুরকে নিয়ে মতের মিল হচ্ছে না সাইফ-করিনার !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তৈমুরকে নিয়ে মতের মিল হচ্ছে না সাইফ-করিনার !

বাংলাপ্রেস অনলাইন: তৈমুরকে নিয়ে আলোচনার শেষ নেই৷ কীভাবে বেড়ে উঠছে করিনা এবং সইফের ছেলে, একথা সব সময়ই লাইমলাইটে৷ তৈমুরের ছবি না তোলার কথা বলেছিলেন ছোট নবাব৷ কিন্তু তার কয়েকঘণ্টা পরেই আবার বিজ্ঞাপনী দুনিয়ায় নিজের ছেলেকে দেখতে পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন সইফ আলি খান৷ তবে হাসতে হাসতে সইফ এই ইচ্ছার কথা বলেন৷ তার এই দাবি আদতে কতটা সত্যি তা নিয়ে দানা বেঁধেছে নয়া জল্পনা৷ ‘বাজার’ সিনেমা নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন সইফ আলি খান৷ এই সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷

সেখানেই কথা প্রসঙ্গে তৈমুরের কথা আসে৷ বাবা-মায়ের মতো রুপোলি পর্দায় তৈমুর পা রাখুক, তা চান ছোট নবাব৷ ছোট থেকেই ওই ভূমিকায় তাকে দেখতে চান সইফ আলি খান৷ তিনি বলেন, ‘‘ন্যাপির বিজ্ঞাপনে সুযোগ পেলে, ছোটবেলায় অর্থ উপার্জন করতে পারে ছোট্ট তৈমুর৷’’ এই কথা বলতে বলতে হেসে ফেলেন তিনি৷ করিনা যদিও নিজের ছেলেকে ন্যাপির বিজ্ঞাপনে দেখতে চান না৷ সইফ আলি খানের এই ভাবনা অত্যন্ত নিম্নরুচির বলেই মত করিনার৷ এভাবে নিজের ছেলেকে রূপোলি জগতে দেখতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন সইফ ঘরনি৷

বেশিরভাগ মানুষের তৈমুরকে নিয়ে আগ্রহের সীমা নেই৷ তৈমুরের প্রতি অত্যুৎসাহ তাঁর পছন্দ নয় বলেও ওই সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন সইফ৷ আর পাঁচটা শিশুর থেকে তৈমুর যে একেবারেই আলাদা নয়, তা সত্ত্বেও তাঁর ছেলেকে নিয়ে এত আলোচনার কী আছে সেই প্রশ্নও অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন তিনি৷

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন