১৪ অক্টোবর ২০২৫

তৃতীয়বার শীর্ষ ধনির তালিকায় সালমান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তৃতীয়বার শীর্ষ ধনির তালিকায় সালমান খান

বাংলাপ্রেস ডেস্কঃ জনপ্রিয়তার নিরিখে বরাবরই প্রথম সারিতে থাকেন সালমান খান। এমনকী তুল্যমূল্য বিচার করলে শাহরুখ খানকেও মাঝেমধ্যে পিছনে ফেলে দেন সল্লু মিঞা। ফোর্বস ইন্ডিয়ার তালিকাও কিন্তু এবার সেই কথাই বলল। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়া দেশের ধনী সেলেব্রিটিদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার শীর্ষে রয়েছেন সালমান খান।

১ অক্টবর, ২০১৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত আয়ের নিরিখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর সময়সীমার মধ্যে সালমান খান আয় করেছেন ২৫৩.২৫ কোটি টাকা। তাঁর তালিকায় এই এক বছরে ‘রেস ৩’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো ছবি রয়েছে। এছাড়া বিজ্ঞাপন থেকেও ভাল আয় হয়েছে তাঁর। সালমানের পরেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি। তাঁর আয় ২২৮.০৯ কোটি টাকা।

গত বছরের তুলনায় এ বছর ১১৬.৫৩ কোটি টাকা আয় বেড়েছে তাঁর। তৃতীয় স্থানে রয়েছেন অক্ষয় কুমার। তাঁর আয় ১৮৫ কোটি টাকা। তবে এবছর তালিকায় স্থান পাননি শাহরুখ খান। গত বছর সেরা ১০-এ ছিলেন তিনি। কিন্তু এবছর তাঁর আয় ৩৩ শতাংশ পড়েছে। ফলে তালিকা ১৩তম স্থানে রয়েছেন তিনি।

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এক অভিনেত্রী- দীপিকা পাড়ুকোন। মহিলাদের মধ্যে অবশ্য তিনি প্রথম স্থানে রয়েছেন। তাঁর আয় ১১২.৮ কোটি। ‘পদ্মাবত’ ছবির অসাধারণ সাফল্যের ফলে অনেক টাকা ঘরে তুলতে পেরেছেন অভিনেত্রী।

পঞ্চম স্থানে রয়েছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তাঁর আয় ১০১.৭৭ কোটি টাকা। এর পরে রয়েছেন আমির খান (৯৭.৫০ কোটি), অমিতাভ বচ্চন (৯৬.১৭ কোটি), রণবীর সিং (৮৪.৭ কোটি), সচিন তেণ্ডুলকর (৮০ কোটি) ও অজয় দেবগণ (৭৪.৫০ কোটি)। ২০১৭ সালে যেখানে দক্ষিণ ভারত থেকে ১৩ জন তালিকায় স্থান পেয়েছিলেন, এবছর সেখান থেকে ১৭ জন তালিকায় স্থান পেয়েছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন