বাংলাপ্রেস ডেস্ক: ঢালিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের সেনসেশন চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলে-মেয়েকে নিয়ে সংসার তার। সন্তান সামলে শোবিজের কাজও করে নিচ্ছেন। সবমিলে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে’ সন্তানদের মানুষ করে তুলছেন এ অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে ছবিগুলোকে অভিনেত্রী পরীমণির দাবিতে প্রচার করা হচ্ছে। যা মিথ্য ও গুজব বলে জানিয়েছে দেশীয় একটি তথ্য যাচাইকারী সংস্থা। প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রচারকৃত ছবিগুলো চিত্রনায়িকা পরীমণির নয়। মূলত ইন্টারন্টে থেকে অন্য এক নারীর ছবি নিয়ে সেখানে প্রযুক্তির মাধ্যমে এ নায়িকার মুখ প্রতিস্থাপন করা হয়েছে।
তথ্য যাচাইকারী সংস্থাটি জানিয়েছে, এ ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে প্রচার হওয়া ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করে ‘Aakarshi Jolly’ নামের এক ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্টে গত ২৪ মার্চ শেয়ার করা কিছুর সঙ্গে ভাইরাল হওয়া ছবির সাদৃশ্য লক্ষ্য করা গেছে। ছবিগুলোয় মুখমণ্ডল ছাড়া বাকি সব কিছুরই মিল খুঁজে পাওয়া গেছে।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে দেখা গেছে, তা ভারতের হিমাচল প্রদেশের শিমলা। ইন্ট্রোতে লেখা মডেল ও অভিনেত্রী। অর্থাৎ, ওই ছবিগুলোয় পরীমণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
এদিকে অনুসন্ধানের জন্য তথ্য যাচাইকারী সংস্থাটি কয়েকটি অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তির মাধ্যমে ‘Aakarshi Jolly’ নামক ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর ওপর অভিনেত্রী পরীমণির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছিল। এতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিকৃত ছবিগুলোর মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
তথ্য যাচাইয়ে এটা স্পষ্ট যে―ইন্টারনেট থেকে অন্য এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরীমণির ছবি প্রতিস্থাপন করে ছড়িয়ে দেয়া হয়েছে, যা সম্পাদিত।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]