বাংলাপ্রেস ডেস্ক: কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)।
এ উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি আলোচিত প্রজেক্ট। তার মধ্যে একটি মোশাররফ করিম অভিনীত, নুহাশ হুমায়ূনের নির্মিত হরর সিরিজ ‘২ষ’ এবং অন্যটি মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবির গল্পটি আবর্তিত হয়েছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবাকে ঘিরে।যার বাবা মারা গেছেন, মা শয্যাশায়ী, আর পরিবারের হাল ধরতে গিয়ে নিজের স্বপ্ন-আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছে সে। মায়ের হঠাৎ হার্ট অ্যাটাকের পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। এই আবেগঘন বাস্তবতায় নির্মিত সিনেমাটি মেলবোর্ন উৎসবে ১৭ আগস্ট প্রদর্শিত হবে।
অন্যদিকে, ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রির মিশেলে তৈরি চারটি ভিন্ন গল্প নিয়ে সাজানো ‘২ষ’ সিরিজটি লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান।সিরিজটির প্রদর্শনী হবে ২০ আগস্ট ও ২৪ আগস্ট, দুটি ভিন্ন দিনে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমুসহ অনেকে।
বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে টালিউডের কয়েকটি চলচ্চিত্র। রয়েছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহার ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের ‘পুরাতন’, এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’।এবারের মেলবোর্ন উৎসবে ঋত্বিক ঘটকের দুটি কালজয়ী সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শিত হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]