১৪ অক্টোবর ২০২৫

ভারতকে 'বিচ্ছিন্ন স্বজন' বললেন পাকিস্তানি অভিনেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভারতকে 'বিচ্ছিন্ন স্বজন' বললেন পাকিস্তানি অভিনেত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পাকিস্তান এবং ভারতকে ‘বিচ্ছিন্ন স্বজন’ বলে উল্লেখ করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। উভয় দেশের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে রেখে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া ২০২৪ সালে তার অর্জনগুলো নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে ২০২৫ সালের জন্যও অভিনেত্রী তার আশাবাদ ব্যক্ত করেন। জনপ্রিয় এই অভিনেত্রী ২০২৪ সালকে তার ক্যারিয়ারের একটি মাইলফলকের বছর হিসেবে বর্ণনা করেছেন। ব্যাপক জনপ্রিয়তা পাওয়া `কাভি মে, কাভি তুম’ নাটকে শারজীনা চরিত্রে হানিয়ার অভিনয় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। আর ভক্তরাও তাকে তার ওই চরিত্রের নামেই ডাকছেন। এছাড়া তিনি তার বিশ্ব সফরকালে গোটা বিশ্বের মনোযোগ অর্জন করেন। যেখানে দিলজিত দোসাঞ্জের কনসার্টে উপস্থিত হয়ে তিনি মঞ্চে ওঠেন এবং দর্শকরা উত্তেজনায় চিৎকার করে ওঠে। হানিয়া আরও জানান, তিনি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন, যা তার জন্য একটি স্বপ্ন পূরণের মতো। জেন জি আইকন হিসেবে নিজের ভূমিকা নিয়ে হানিয়া বলেছেন, তিনি শুধু তার কাজের প্রতিই মনোযোগ দেন এবং বাইরের চাপ তাকে প্রভাবিত করে না। অভিনেত্রী তার সাক্ষাৎকার শেষ করেন একটি হৃদয়গ্রাহী বার্তা দিয়ে। তিনি নতুন বছরের জন্য তার ভক্তদের সুখ এবং সুস্থতা কামনা করেছেন। হানিয়ার এই সাক্ষাৎকারটি তার সহকর্মী, যেমন মাহিরা খান, মায়া আলী এবং আইমান খান থেকেও প্রশংসা কুড়িয়েছে। তারা প্রত্যেকেই তার অর্জন নিয়ে গর্বিত। ইনস্টাগ্রামে তার ভক্তরাও পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। সূত্র: সামা টিভি বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন