১৪ অক্টোবর ২০২৫

ভিন্ন ধারার গল্পের নাটক "এ্যাপস ২০১৫"

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ভিন্ন ধারার গল্পের নাটক "এ্যাপস ২০১৫"

বিনোদন ডেস্ক: এমনই এক উপলব্ধীমূলক গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক "এ্যাপস ২০১৫" । আহসান হাবীব সকালের রচানায় এবং কাজী সাইফ আহমেদের পরিচালনায়, নাহার মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি উত্তরার বিভিন্ন লোকেশনে শ্যুটিং শেষ হয়ে সম্প্রতি।

জন্ম, মৃত্যু, বিয়ের মত সত্য,পাপ,পূন্য এই তিনটিও মানব জীবনে চির ভাস্বর । মানবের পাপ পূন্যের কর্মের উপর ভিত্তি করে ধাবিত হয় মানব জনম। লোভ ও ক্ষোভ এই দুটি রিপু মানুষের মনে বাসনা ও কামনা জাগ্রত করে। সেই অতি কামনা ও বাসনা চরিতার্থে মানুষ পশুত্বে রুপ নেয়। লোপ পায় বিবেক ও মননশীলতার। ভুলে যায় সকল মানবতা। কিন্তূ মানব জীবনের কিছু মূহুর্ত আমার, তার ও আমি'র দ্বারপ্রান্তে এসে স্থির হয় আর মনে করিয়ে দেয়, দেখিয়ে দেয় অতীত কর্মের আয়না। সেই আয়নায় নিজের নোংরা অতীত দেখে অনেকে আত্কে ওঠে এবং যে কোন উপায়ে মুছে ফেলতে চায় সেই নোংরা অধ্যায় কিন্তূ তখন আর উপায় থাকে না।

গল্পের লেখক আহসান হাবিব সকাল বলেন,গতানুগতিক ধারার বাইরের এই গল্পটি আর এতে চরিত্র বিন্যাস ও ব্যাতিক্রম। এই সময় যে ধরণের একঘেয়েমি গল্পের নাটক র্নিমান হচ্ছে এই গল্পটি সম্পূন্ন তার বাইরে, আশা রাখি আমার ভক্ত্ শ্রোতারা আমার হতে যেমন গল্প আশা করেন থাকেন এবার ও তারা নিরাশ হবেন না।

এ্যাপস ২০১৫ অভিনয় করেন, উর্মিলা শ্রাবণ্তী কর, এস এন, জনি ও, স্বর্না, অর্নব অন্তূ, আশরাফুল আলম সোহাগ ও শিশু শিল্পী জুই সহ আরও অনেকে। ভীন খুব শিঘ্রই একটি বেসরকারী চ্যানেলে আসছে নাটক "এ্যাপস ২০১৫"

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন