১৪ অক্টোবর ২০২৫

ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন নোরা ফাতেহি
বাংলাপ্রেস ডেস্ক: দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস। এই এলাকাতেই বাস করেন হলিউডের বহু তারকা। দাবানলে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনসসহ কয়েকজন তারকার বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে সেখানে আছেন বলিউড তারকা নোরা ফাতেহি। সেখান থেকেই দাবানলের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নোরা ফাতেহি বলেছেন, ‘আমি এখন লস অ্যাঞ্জেলেসে আছি। এই দাবানল সত্যিই বিধ্বংসী। এমন আগে কখনও দেখিনি। সাংঘাতিক বললেও কম বলা হবে। পাঁচ মিনিট আগে আমাদের ঘর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যাই। আমি এখন কাছাকাছিই এক বিমানবন্দরে যাচ্ছি। সেখানে গিয়ে একটু বিশ্রাম করব। আজই আমি ভারতে ফেরার বিমান ধরব।’ ভয়াবহ এই দাবানল নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন নোরা। তিনি লিখেছেন, ‘আশা করছি আমি বিমানে উঠে আজ ফিরতে পারব। এখানে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর বলে বোঝাতে পারব না। কী অবস্থায় রয়েছি আপনাদের জানাতে থাকব। আশা করছি, প্রত্যেকে নিরাপদে থাকবেন।’ এদিকে দাবানল নিয়ে প্রিয়াঙ্কা চোপড়াও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনিও লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এখন। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও এই পরিস্থিতি নিয়ে তিনিও চিন্তিত। দাবানল রুখতে যারা লাড়াই করছেন তাদের তাদের সাধুবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। সূত্র: হিন্দুস্থান টাইমস। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন