১৪ অক্টোবর ২০২৫

ওয়েব সিরিজে আইরিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ওয়েব সিরিজে আইরিন

বাংলাপ্রেস ডেস্ক: ওয়েব সিরিজে কাজ করার প্রতি আগ্রহ বাড়ছে তারকাদের। একের পর এক তারকারা নিজেদেরকে যুক্ত করছেন ওয়েব সিরিজে। কারণ বিশ্বব্যাপী ওয়েব সিরিজ দেখার প্রতিও দর্শকের আগ্রহ বাড়ছে দিনদিন। তারকাদের ওয়েব সিরিজে কাজ করার ধারাবাহিকতায় এবার ওয়েব সিরিজে যুক্ত হলেন চিত্রনায়িকা আইরিন। অনন্য মামুনের নির্দেশনায় ‘পার্টনার’ ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। নির্মাতা অনন্য মামুন জানান, পার্টনার নামক নতুন আরেকটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। তবে সিডিউল এখনো চুড়ান্ত করিনি। এই মুহুর্তে আইরিন আছেন যশোহরে। সেখানে তিনি তার বাবা মোঃ মতিয়ার রহমানের একটি ব্যক্তিগত কাজে সহযোগিতা করতে গিয়েছেন। ফিরবেন দু’তিন দিন পর।

মুঠোফোনে আইরিন বলেন,‘ এবারই প্রথম আমি ওয়েব সিরিজে কাজ করছি। এর আগে বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পেলেও ব্যাটে বলে মিলেনি বিধায় কাজ করা হয়ে উঠেনি। কিন্তু পার্টনার’ এ শেষ পর্যন্ত কাজ করা হচ্ছে। অনন্য মামুনের কাজের প্রতি আমার আস্থা আছে। কারণ দতার নির্দেশনায় আমি আহারে জীবন ’ নামের একটি সিনেমাতে অভিনয় করছি। সেই আস্থা থেকেই মামুন ভাইয়ের নির্দেশনায় ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’

এদিকে আইরিন এরইমধ্যে দেলোয়ার জাহান ঝন্টুর নির্দেশনায় ‘আকাশ মহল’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। শুটিং চলছে কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ সিনেমার। এতে তার সহশিল্পী হিসেবে আছেন চম্পা, ফেরদৌস, মিলন, পপি, ওবিদ, ,মিনু’সহ আরো অনেকে। ’ নিজের অভিনীত ভালোলাগার বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষার প্রতীক্ষায় আছেন চিত্রনায়িকা আইরিন। চলচ্চিত্রগুলো হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও অনন্য মামুনের ‘আহারে জীবন’। আইরিন অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, দেলোয়ার জাহান ঝন্টুর ‘টাইম মেশিন’, আলভী আহমেদ’র ‘ইউটার্ন’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘শেষ কথা’, আবু সাইয়ীদের ‘একজন কবির মৃত্যু’ ও আকাশ আচার্য্যর ‘মায়াবিনী’।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন