১৪ অক্টোবর ২০২৫

ওয়েব সিরিজে কাজ করবে পাওলি দাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ওয়েব সিরিজে কাজ করবে পাওলি দাম

বাংলাপ্রেস অনলাইন: এষা দেওলকে নিয়ে ইতিমধ্যেই নিজের প্রথম স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কেকওয়াক’ তৈরি করেছেন লেখক কাম পরিচালক রামকমল মুখোপাধ্যায়। প্রথম শর্ট ফিল্মের পরেই প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে রামকমল ঘোষণা করেছিলেন তাঁর দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘সিজনস্‌ গ্রিটিংস’-এর কথা। সংবাদমাধ্যমের সৌজন্যে একথা অনেকেরই জানা হয়ে গিয়েছিল আগেই। আসলে চলচ্চিত্রকে সমৃদ্ধ করা ঋতুপর্ণকে এই ছবির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছেন রামকমল। সম্প্রতি ঋতুপর্ণ ঘোষের ৫৫তম জন্মদিনে পরিচালক রামকমল মুখোপাধ্যায় প্রকাশ্যে আনলেন ছবির শিল্পী তালিকা। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পাওলি দাম ও লিলেট দুবে। এছাড়াও ছবিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পুণেতে বসবাসরত মডেল কাম অভিনেতা আজহার খান। মা ও মেয়ের কাহিনিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির কাহিনি।

অ্যাসর্টেড মোশন পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেইনমন্টসের ব্যানারে নির্মিত এই ৩০ মিনিটের স্বল্প দৈর্ঘ্যের ছবিটি রামকমলের সঙ্গে যৌথভাবে পরিচালনা করছেন অভ্র চক্রবর্তী। ছবির কাহিনি লিখেছেন রঞ্জীব মজুমদার। চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা চন্দ্রোদয় পাল। সংগীত পরিচালনায় শৈলেন্দ্র সায়ন্তী।সিনেমাটোগ্রাফার প্রভাতেন্দু মণ্ডল। প্রযোজনায় অরিত্র দাস, শৈলেন্দ্র কুমার, বিনয় আগরওয়াল ও যশ নাগারিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে দুর্গাপুজোর পর থেকেই এই ছবির শুটিং শুরু হবে কলকাতায়।

নিজের এই দ্বিতীয় ছবি প্রসঙ্গে রামকমলের অভিমত, ‘‘এই ছবিতে দু’জন বড়মাপের অভিনেত্রীকে পেয়েছি। এত বড় মাপের দু’জন প্রতিভাসম্পন্না অভিনেত্রী আমার ছবিতে কাজ করতে রাজি হওয়ায় আমি সত্যিই ভীষণ খুশি। এই ছবিতে পাওলিকে দেখা যাবে মেয়ের চরিত্রে। পাওলির মায়ের ভূমিকায় রয়েছেন লিলেট। পাওলিকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ওর কাজ আমি খুব কাছ থেকে দেখেছি।’’

পাওলির মতে, ‘‘রামকমল যখন এই ছবির গল্প ও চিত্রনাট্য আমাকে শুনিয়েছিল তখনই আমি চোখের সামনে সমস্তটা দেখতে পাচ্ছিলাম। আমি এই কাহিনির মধ্যে ঋতুদার ছোঁয়া পেয়েছিলাম। ও একদমই অন্যরকম কিছু করার চেষ্টা করছে। ছবির গল্প সম্পর্কে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। আমি ঋতুদার সঙ্গে ‘সব চরিত্র কাল্পনিক২’-এ কাজ করেছি। উনি সবসময়ই আমাকে উৎসাহ দিতেন। আমি ভীষণই আনন্দিত যে রামকমল ঋতুদাকে শ্রদ্ধা জানিয়ে এমন একটা কাজ করতে চলেছে আর আমি সেই কাজের অংশ হতে পারছি।’’

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন