বাংলাপ্রেস ডেস্ক: ‘স্কুইড গেম’খ্যাত অভিনেতা ও ইয়েওং-সুয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। কোরিয়ান এই সিরিজের প্রথম সিজনে ‘নম্বর ০০১’-এর চরিত্রে অভিনয় করেছিলেন ও ইয়েওং-সু। অভিযোগের সত্যতা পাওয়ায় ৮০ বছর বয়সী এ অভিনেতাকে এক বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
জানা গেছে, ২০১৭ সালে এক নারীকে যৌন হেনস্তা করেছিলেন বলে অভিযোগ। তবে একবার নয়, দুটি অনুষ্ঠানে সেই নারীকে হেনস্তা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও তিনি নিজে এই অভিযোগ স্বীকার করেননি।
প্রায় পঞ্চাশ বছর ধরে নাটকের মঞ্চে ও ছবির পর্দায় একের পর এক তাৎপর্যপূর্ণ কাজ করেছেন ও ইয়েওং-সু।
তাই এই ঘটনা প্রকাশ্যে আসায় স্তম্ভিত তার অনুরাগীরা। যদিও ঘটনার বেশ কয়েক বছর এই অভিযোগ প্রকাশ্যে আসায় অনুরাগীদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন।
অভিযোগকারিণীর আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্তা করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন সেই নারী।
তার দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল।
এর মাঝেই একটি বেফাঁস মন্তব্য করেছেন ও ইয়েওং-সু। তিনি বলেছেন, ‘আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।’ তিনি অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, ‘আমার কথা ও কাজ যদি ভুলই হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি, যাকে হেনস্তা বলা যায়।
৮০ বছর বয়সে এসে আমি ভেঙে পড়েছি। আমি এখন শুধু ঘরে ফিরতে চাই।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]