বাংলাপ্রেস ডেস্ক: কণ্ঠশিল্পী আতিয়া আনিসা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সংগীত ট্যুর দিচ্ছেন। সেখানেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটেছে গালাগালের মতো ঘটনা। এ নিয়ে সামাজিক মাধ্যমে গতকাল একটি পোস্ট দিয়েছিলেন এই তরুণ গায়িকা।
যুক্তরাষ্ট্রে ‘অপ্রীতিকর’ পরিস্থিতির মুখোমুখি গায়িকা আতিয়া আনিসা


লিখেছেন, আমি একজন শিল্পী, বয়সে ছোট হলেই আপনি আমাকে গালি দিয়ে অসভ্যের মতো কথা বলবেন—এটা আমি মেনে নিতে পারব না। গালি দেওয়া আর অসভ্য আচরণ—আমি কোনোভাবেই গ্রহণ করব না। সবাই বলে ইগনোর করতে, কিন্তু ইগনোর করলেই যদি এ ধরনের আচরণ বন্ধ হতো—তাহলে সত্যিই ইগনোর করতাম। কিন্তু চুপ থাকলে যদি অন্যায় বাড়ে, তবে সেটা মেনে নেওয়া যায় না।
এরপর এই ঘটনার সমাধান করতে ছুটে এলেন আরেক গায়ক আসিফ আকবর। আসিফ আকবরও সংগীত ভ্রমণে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আসিফ আকবরের প্রতি কৃতজ্ঞতাও জানালেন আতিয়া।
এ বিষয়ে ফেসবুকে লিখলেন, আমি যুক্তরাষ্ট্রে এসেছি।
এই গায়িকা বলেন, একজন মানুষ কিংবা একজন শিল্পী—যার যা পরিচয়ই হোক না কেন, তার সবচেয়ে বড় পরিচয় হলো তার সম্মান। দায়িত্বজ্ঞানহীনতা আর অপেশাদার আচরণ করা হয়েছে বারবার। গতকাল আমার সঙ্গে যে অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে, সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ধন্যবাদ আসিফ ভাইয়াকে, যে তিনি আমার এই বিষয়টি দেখেছেন। তিনি আমার প্রয়োজনে গার্ডিয়ানের মতো পাশে দাঁড়িয়েছেন এবং আমার পক্ষে কথা বলেছেন, এমন আচরণ তুলে ধরে সঠিকভাবে সবকিছু সামলেছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb4afad18dd.jpg)

