১৪ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমেলায় সাংস্কৃতিক দূত তারিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের বাণিজ্যমেলায় সাংস্কৃতিক দূত তারিন

বাংলাপ্রেস অনলাইন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী ‘ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কালচারাল এক্সপো’ বাণিজ্যমেলায় ‘কালচারাল এম্বাসেডর’হিসেবে যোগ দিচ্ছেন অভিনেত্রী তারিন। আগামী ১৭ ও ১৮ অক্টোবর দক্ষিণ ফ্লোরিডার ব্রাউয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ মেলায় বাংলাদেশসহ ৫২ দেশের ১২ শতাধিক ব্যবসায়ী-শিল্পপতি-বাণিজ্য বিশেষজ্ঞ অংশ নেবেন বলে জানিয়েছেন মেলার প্রধান সমন্বয়কারী ড্যাল ভি সি হলনেস।

‘কানেক্ট ইয়োর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে এ বাণিজ্যমেলায় দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’ এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান আতিক। তিনি জানান, আয়োজক সংগঠনের আমন্ত্রণে তারিন শুক্রবার ফ্লোরিডায় এসেছেন। মেলায় সাংস্কৃতিক উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি সেমিনারেও বক্তব্য দেবেন তিনি।

আতিক আরও বলেন, “বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারিদের আকৃষ্ট করার পাশাপাশি বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটাতে এ মেলার গুরুত্ব অপরিসীম। সে আলোকে কিছু পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশের কমার্স কাউন্সেলর শেখ আকতার হোসেন থাকবেন বাংলাদেশের স্টলে।”

বাণিজ্যমেলায় বিভিন্ন দেশের পণ্য-সামগ্রীর ২১১টি স্টল ছাড়াও থাকবে ব্যবসা-বিনিয়োগ সম্পর্কিত মতবিনিময়, সেমিনার-সিম্পোজিয়াম ও প্যানেল ডিসকাশন।

অংশ নিয়ে যাওয়া বাংলাদেশি ৮টি স্টল হলো- পিপুল এন টেক, হেনা এন্টারপ্রাইজ, গ্লোবাল রিসোর্স, মেট্রডেস্ক, অমিকন গ্রুপ, ওয়াস্টেকেম ইন্টারন্যাশনাল লিমিটেড, বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্স ও বিয়োন্ড স্কাই ম্যানেজমেন্ট সিস্টেম লিমিটেড।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন