Home আন্তর্জাতিক ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এবারও দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতয় প্রদেশে ভূকম্পন আঘাত হেনেছে। রিকটার স্কেলে যার মাত্রা ৬ দশমিক ৪।

তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বিষয়টি নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা মিনিটে ডেফনে শহরে ভূমিকম্পটি আঘাত হানে। উত্তরে ২০০ কিলোমিটার দূরে আন্তাক্যা ও আদানাতে তা প্রবলভাবে অনুভূত হয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্ব হাতয় প্রদেশ এবং প্রতিবেশী সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৪৫ হাজারের বেশি মানুষ মারা যান।

এছাড়া ১০ লাখের বেশি মানুষ গৃহহারা হন। আর বিলিয়ন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়।

ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পের ২ সপ্তাহ পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে এএফএডি।

তারা জানিয়েছে, বেশিরভাগ প্রদেশে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের খোঁজা ও উদ্ধারের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে এদিন রাতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা।

এর মধ্যেই আবার ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী