Home বাংলাদেশ শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৪ কোটি টাকার সোনা উদ্ধার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে বিমানবন্দরের পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশী করা হয়।

তল্লাশীকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটের টয়লেটের মিররের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দন্ড বস্তু পাওয়া যায়। আরও জানা যায়, এরপর দন্ড দুটি শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে দন্ড দুটির ভেতরে লুকানো ৪০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গিয়েছে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী