Home বিনোদন গোয়েন্দা কার্যালয় থেকে ফিরে যা বললেন হিরো আলম

গোয়েন্দা কার্যালয় থেকে ফিরে যা বললেন হিরো আলম

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। শনিবার (১ এপ্রিল) বিকালের দিকে তিনি রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান।

হিরো আলমের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানা যায়। পোস্ট থেকে জানা যায়, সোশ্যাল মিডিয়া ইউটিউব প্লাটফর্মে হিরো আলমকে নিয়ে অসত্য তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর বিষয় নিয়ে কথা বলার জন্য তিনি ডিবি প্রধানের কাছে গিয়েছেন। এরপর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।

সেখানে তিনি বলেন, ‘আরাভ সম্পর্কে আমি যতটুকু জানি তা সবই গোয়েন্দা পুলিশকে জানিয়েছি। আমাকে কীভাবে দাওয়াত করা হয়েছে, কে কে ছিলেন, সেখানে কি হয়েছিল। তদন্তের প্রয়োজনে যদি কখনো ডাকা হয় তাহলে আমি এসে আবারও সার্বিক বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করব।’

হিরো আলম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তার ইউটিউব চ্যানেল হ্যাক করার চেষ্টা চলছিল। কারা করেছেন সেই সন্দেহভাজন কয়েকজনের নাম লিখে একটি অভিযোগ দেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।’

উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সোনার দোকান উদ্বোধন করতে সম্প্রতি দুবাই গিয়েছিলেন হিরো আলম। সেই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে গিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসানসহ শোবিজ অঙ্গনের আরও অনেকেই। গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী