Home প্রবাস সিলেট সদর থানা এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ

সিলেট সদর থানা এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা অফিস : ধর্ম, বর্ণ নির্বিশেষে সিলেট সদরের হতদরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক।

বাংলাপ্রেস এ প্রেরিত এক প্রেসবার্তায় সংগঠনটির সাধারন সম্পাদক আর .সি. টিটো জানায়,
স্থানীয় সময় রবিবার (১৫ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, ছোলা, তৈল, চিনিসহ অন্যান্য খাদ্য দ্রব্য।

সংগঠনের সাবেক সভাপতি ইয়ামিন রশিদ, মামুন আহমেদ, ট্রাস্টি কল্লোল আহমদ, মওদুদ পাশা, রুহুল রকির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচী পালিত হয়।

‘ঈদ উপহার বিতরন’ কর্মসুচি সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সভাপতি আব্দুল মালেক খান (লায়েক) ও সাধারন সম্পাদক আর. সি টিটো।

সংগঠনের সাধারন সম্পাদক আর. সি. টিটো বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক নিউইয়র্কসহ বাংলাদেশের সিলেটে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের এধরনের কর্মসুচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী