Home প্রবাস নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জমজমাট পথমেলা

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জমজমাট পথমেলা

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জমজমাট পথমেলা অনুষ্ঠিত হলো। উপচেপড়া দর্শকদের উপস্থিতিতে গত রোববার (১৪ মে) কুইন্সের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটসে এ মেলাটি উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। কমিউনিটির পরিচিত মুখ শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম ছিলেন এ মেলার আয়োজক।

জ্যাকসন হাইটসের ৩৭ নম্বর রোডের ওপর এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রায় ৫০টি স্টল বসেছিল। স্টলগুলোর মালিকরা ছিলেন বাংলাদেশিরা। শাড়ি, গহনা, সালোয়ার কামিজ ও খাবারের দোকানও ছিল সারিবদ্ধভাবে। হাজারো মানুষের উপস্থিতিতে শিল্পীরা নেচেগেয়ে মেলা জমিয়ে তোলেন। কমিউনিটির নেতৃবৃন্দ সংগীতের ফাঁকে ফাঁকে মঞ্চে উঠে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তবে বক্তাদের অধিকাংশই ছিলেন মেলার পৃষ্ঠপোষক। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আলমগীর খান আলম ও দুলাল মিয়া। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আবু জাফর মাহমুদ, ডা. সারওয়ারুল হাসান চৌধুরী, মীর বাশার, গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, ফাহাদ সোলায়মান, নুরুল আজিম, মাকসুদুল এইচ চৌধুরী, আদিত্য শাহিন, বিল্লাল চৌধুরী, আব্দুর রশীদ বাবু, ডা. রফিকুল ইসলাম, আহসান হাবিব, রফিক আহমেদ ও কাজী আযম প্রমুখ। সংগীতে অংশ নেন কনক চাপা, বিন্দু কনা, রেশমী মীর্জা, শাহ মাহবুব, শামীম হাসান, প্রেমা, কামরুজ্জামান বকুল, রায়ান তাজ, ত্রিনিয়া হাসান, আফতাব জনি, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম ও মিমসহ আরও অনেকে।

মেলায় আবু জাফর মাহমুদের উদ্যোগে নির্মিত বাংলাবর্ষ ও তার ইতিহাস নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শিত হয়। তা দর্শকদের বেশ প্রসংশা কুড়িয়েছে। মেলার অন্যতম প্রধান আর্কষণ লটারি-তে প্রথম পুরষ্কার নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্কের টিকেট বিজয়ী হন সাংবাদিক নিহার সিদ্দিকী।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী