Home অন্যান্য তাহিরপুরে বর্ডার হাটে ক্রয় বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে- এমপি রতন

তাহিরপুরে বর্ডার হাটে ক্রয় বিক্রয় কার্যক্রমের উদ্বোধনে- এমপি রতন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ভারত-বাংলাদেশের সুনামগঞ্জের তাহিরপুরে বর্ডার হাটে ক্রয় বিক্রয় কার্যক্রম শুভ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার ১১ টায় তাহিরপুর বর্ডার হাট এর শুভ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনকৃত সায়েদাবাদ – নালিকাটা বর্ডার হাটের ক্রয় বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

সম্মানিত অতিথি ভারতীয় এম এল এ পিউস মারউইন, ভারতীয় সহকারী হাই কমিশনার নরেশ চন্দ্র, বিশেষ অতিথিবৃন্দ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। পুলিশ সুপার এহসান শাহ,বিজিবি অধিনায়ক লে কর্নেল মাহবুবুর রহমান, বিএস এফ প্রধান রাজীব শর্মা, বিপ্লবী সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কতৃক উদ্বোধনকৃত সায়েদাবাদ – নালিকাটা বর্ডার হাটের ক্রয় বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধনীর ফলে ভারত – বাংলাদেশ দুই শেষের সেতু বন্দ সৃষ্টি হবে। এতে করে পন্য সামগ্রী বর্ডার হাটের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হবে। আমাদের দেশের সাধারণ মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী