Home অন্যান্য তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়ন পর্যটন বিষয়ক কর্মশালা

তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়ন পর্যটন বিষয়ক কর্মশালা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব তেঁতুলিযা ( পঞ্চগড়) প্রতিনিধি: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-সচিব সাইফুল ইসলাম জুম মিটিং এর মাধ্যমে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি ঢাকা থেকে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা।

এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,তেঁতুলিযা মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী,তেঁতুলিয়া ট্যুরিস্ট ওসি সিরাজুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন সাংবাদিক সরকার হায়দার, এম এ বাসেত, মোবারক হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী, সমাজ কর্মী, পরিবেশ কর্মী, উদ্দ্যোক্তা, হাইওয়ে থানার ওসি জাকির মোল্লা, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া, অনলাইন মিডিয়ার কর্মীবৃন্দ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী