Home অন্যান্য ডেঙ্গুতে একদিনে রের্কড ২১১ রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে একদিনে রের্কড ২১১ রোগী হাসপাতালে ভর্তি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ডেঙ্গুতে একদিনে রের্কড ২১১ রোগী হাসপাতালে ভর্তি

বাংলাপ্রেস ডেস্ক : দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১১ জন। চলতি বছর একদিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড এটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এই বছর ডেঙ্গু পরিস্থিতি ঘিরে আগে থেকেই একটু বাড়তি সতর্কতা দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। ডেঙ্গু শনাক্তের সংখ্যাও বাড়ার আশঙ্কার কথা বলছে তারা। সাধারণত বর্ষাকালেই ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার হয়ে থাকে। আর ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হয়ে থাকে জুলাই মাসের পর থেকে। কিন্তু জলবায়ুর পরিবর্তনে এখন বর্ষার সময়কাল অনুমান করাও কঠিন হয়ে পড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর সংক্রমণ থেকে মুক্ত থাকতে সবাইকে সচেতন হতে হবে। মশাবাহিত এই রোগ থেকে বাঁচতে মশার কামড় থেকে মুক্ত থাকতে হবে। আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাসা-বাড়ির ছাদ, আঙিনায় যেন পানি জমে না থাকে সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭৪ জন ও ঢাকার বাইরে ৩৭ জন। বর্তমানে সারাদেশে ৭০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭৫ জন ও ঢাকার বাইরে ১২৮ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩ হাজার ৬০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৭৩৬ জন ও ঢাকার বাইরে ৮৬৫ জন। আর মারা গেছে ২৭ জন। একই সময়ে সারাদেশে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ হাজার ৮৭১ জন। এর মধ্যে ঢাকার ২ হাজার ১৩৮ জন ও ঢাকার বাইরে ৭৩৩ জন।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী