Home অন্যান্য কুমিল্লায় রানা হত্যা: ৭ জনের মৃত্যুদন্ডাদেশ, পাচঁজনের যাবজ্জীবন

কুমিল্লায় রানা হত্যা: ৭ জনের মৃত্যুদন্ডাদেশ, পাচঁজনের যাবজ্জীবন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

কুমিল্লায় রানা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ, পাঁচজনের যাবজ্জীবন

বাংলাপ্রেস ডেস্ক : কুমিল্লা আদর্শ সদর উপজেলার চম্পকনগর এলাকার রানা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ডাদেশ, ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং দন্ডপ্রাপ্তদের ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এদিকে এই মামলায় ৪ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আদালত। রোববার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। সরকারী সহকারী কৌশলী (এপিপি) মোঃ রফিকুল ইসলাম এবং আসামি পক্ষের আইনজীবি এডভোকেট বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-চম্পকনগর এলাকার মোঃ মোর্শেদ, মোঃ জুয়েল মিয়া, মোঃ আলাউদ্দিন, মোঃ রিপন, মোঃ শিপন, শুভ হাসান ও মোঃ কাজল।

মামলার বিবরনে জানা যায়, ২০০৬ সালের ৩০ এপ্রিল রাতে আসামি জুয়েল মিয়া নিহত রানা খানকে বিলে মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা তাকে হত্যা করে চম্পক নগর উত্তরন হাউজিং এর দক্ষিণ পাশে বিলে ফেলে দেয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে ১ মে রানা খানের লাশ পায়। এঘটনায় নিহতের বাবা জাহাঙ্গীর খান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী