Home বাংলাদেশ নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাপ্রেস ডেস্ক : নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের (ইসি) পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৯ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে তিন কমিশনার ও সচিব সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনে স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। রাষ্ট্রপতি বলেন, ভোটকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আগে থেকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সব নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আইয়াল জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে সব নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

তিনি বলেন, কিছু কারিগরি ত্রুটি ছাড়া নির্বাচনে সফলভাবে ইভিএম ব্যবহার করা যাচ্ছে। নির্বাহী বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে। সিইসি আরও বলেন, ইতোমধ্যে সীমানা চূড়ান্ত করা হয়েছে। ভোটের কেন্দ্র চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম। এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

বিপি/ এফআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী