সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে রুহল আমিন (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকাল ৯.১০ মিনিটের সময় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে ভোর ৬.৫৫ মিনিটের সময় বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সদর হাসপাতালেের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানিয়েছেন।
নিহত রুহুল আমিন কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের শেখ আহম্মদের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানায়, প্রতারণা মামলায় ২৬ জুলাই রুহুল আমিনকে কারাগারে পাঠান আদালত। শনিবার ভোরে হঠাৎ বুকে ব্যাথা উটলে কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারাযান ।
জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, অসুস্থ অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
এ প্রসঙ্গে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সোলাইমান জানান, ৪২৭/২২ নং মামলায় ৪০৬,৪২০, এবং ৪০৬/২ ধারায় রুহল আমিন কে ২৬ জুলাই রাতে গ্রেফতার করা হয় এবং ২৭ জুলাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
বিপি>আর এল