সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেধাবী ও প্রাপ্য শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনু্ষ্ঠিত হয়েছে। জেলার বেসরকারি সংস্থা দি অপটিমিস্টস এ বৃত্তি প্রদানের আয়োজন করে।
৩ অক্টোবর সকালে সদর জেলা মেয়রের জনতার ঘরে উক্ত শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
প্রাক্তন অধ্যক্ষ ও সংস্থার সভাপতি জেড এম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প পরিচালক সহকারি অধ্যাপিকা সুলতানা মাসুমা বানু। (মহিলাও সমাজকল্যান বিষয়ক)। প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ হিসাব) প্রধান শিক্ষক সুধীর চন্দ্র ঘোষ।
বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য দাতা সদস্যদের মহতি উদ্যগের ভূয়শি প্রশংসা করেন।
জেলার বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা এসময়ে আনন্দে আবেগ আপলুত হয়ে পড়েন। মোট ৩৪ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রতিজন শিক্ষার্থীকে ১২০০০ টাকা করে ৪ লক্ষ,৮০০০ টাকার বৃত্তি প্রদান করা হয় এ বছর । প্রতি বছরই এই বৃত্তি প্রদান করে the optimists সংস্থাটি। এই সংস্থার প্রতিষ্ঠাতাগন হলেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। সংস্থাটি প্রায় দুই যুগ ধরে বাংলাদেশের মোট ৪৬ টি জেলায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। প্রতিবছরের মতো এবছরও তারা তাদের কর্মসুচি পালন করেন।
বক্তারা বলেন, বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনেক মহৎও চমৎকার আয়োজন।কারন আজকের এই শিক্ষার্থী আগামীর নাগরিক দেশের মেধাবী সন্তান।ইতিপূর্বে যারা বৃত্তি পেয়েছে তারা আজ দেশে ও দেশের বাহিরে সুপ্রতিষ্ঠিত।
বিপি/কেজে